ফরিদপুর-১ আসন (আলফাডাঙ্গা, বোয়ালমারী, মধুখালী) এর সংসদ সদস্য জনাব মনজুর হোসেনের ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন আলফাডাঙ্গার কৃতি সন্তান মোঃ মমিনুর রহমান (ইমন)
ফরিদপুর-১ আসন (আলফাডাঙ্গা, বোয়ালমারী, মধুখালী) এর সংসদ সদস্য জনাব মনজুর হোসেনের ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ পেলেন আলফাডাঙ্গার কৃতি সন্তান মোঃ মোমিনুর রহমান (ইমন)।
মোমিনুর রহমান, তিনি ছাত্রজীবন থেকে বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। বর্তমানে তিনি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, ঢাকা মহানগর দক্ষিণ এর রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে কাজ করছেন। তিনি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার, ২নং গোপালপুর ইউনিয়নের, বাজড়া গ্রামের মোঃ শামসুর রহমানের সন্তান। সাত ভাই বোনের মধ্যে তিনি সবার ছোট।
মোঃ মোমিনুর রহমান বলেন, ফরিদপুর ১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মনজুর হোসেন আমাকে ওনার ব্যক্তিগত সহকারী হিসেবে যে দায়িত্ব দিয়েছেন আমি তা সততা ও নিষ্ঠার সাথে পালন করবো। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখার ক্ষেত্রে এমপি মহোদয়ের প্রচেষ্টায় তাঁর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যেতে চাই। ফরিদপুর-১ আসনের সর্বসাধারণের প্রতি শুভেচ্ছা জানিয়ে ভালো কাজে সকলের দোয়া এবং সহযোগিতা কামনা করে মহান আল্লাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি।
উল্লেখ্য, মোঃমোমিনুর রহমান (ইমন) গত ১১ (আগস্ট) ২০২০ ইং রোজ মঙ্গলবার ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য জনাব মনজুর হোসেনের ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ পান।
-শানি২৪বা-০৮২০